Header Border

ঢাকা, শনিবার, ৩০শে মে, ২০২০ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০°সে

কার্ডিফে টাইগারদের নিয়ে খুদে ভক্তদের হুলস্থুল কাণ্ড (ভিডিও)

সোনার সিলেট ডেস্ক ।।  বাংলাদেশের ক্রিকেট দল এক সময় ছোট দলের তকমা নিয়ে বিশ্বকাপ খেলতে যেত। এখন দিন বদলেছে। অন্য উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশ। দল হিসেবে বড় হয়েছে বাংলাদেশ, তারকাদেরও বিশ্বজুড়ে তৈরি হয়েছে ভক্ত-সমর্থক।

বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগারদের এক নজর দেখতে কিংবা একটু ছুঁয়ে দেয়ার ইচ্ছায় যেমন কার্ডিফে হুলস্থুল লেগে গেল স্থানীয় ভক্ত-সমর্থকদের। তাদের মধ্যে বেশিরভাগই স্কুল কিংবা কলেজ পড়ুয়া শিশু-কিশোর।

যখন মুশফিক, তামিম, সৌম্য, মিরাজরা মাঠে অনুশীলনের সময় যাচ্ছিলেন, তখন তাদের একটু ছুঁয়ে দেয়ার জন্য হাত বাড়িয়ে দেয় স্কুলের ছোট ছোট বাচ্চারা।

মেহেদী হাসান মিরাজ নিজেই এগিয়ে গিয়ে খুদে ভক্তদের সঙ্গে হাত মেলান। পরে মাঠের মধ্যে তো স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের অটোগ্রাফের আবদারও মেটাতে হয়েছে টাইগারদের। তামিম-মুশফিকরা হাসিমুখেই সেই আবদার মিটিয়েছেন।

বাংলাদেশ দলকে নিয়ে ইংল্যান্ডের নতুন প্রজন্মের এমন আগ্রহই বলে দিচ্ছে, এখন টাইগার ক্রিকেটকে ভালোভাবেই অনুসরণ করে তারা।

শুক্রবার (২৪ মে) থেকেই শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। তবে বাংলাদেশের ম্যাচ দুটি হলো ২৬ ও ২৮ মে, দুটোই হবে কার্ডিফে।

কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে টাইগাররা। পরে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে পুরো দল।

আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

এসএসডিসি/আরডিআর

bangladesh cricketers team in england

কার্ডিফে এক স্কুলের বাচ্চারা বাংলাদেশের ক্রিকেটারদের সামনে থেকে দেখে বিমোহিত।Videos Credits : BCB

Posted by Ghost vlogs on Friday, May 24, 2019

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এক বছর বয়সেই পাক্কা রাঁধুনী!
সুনশান শাহী ঈদগাহ! সিলেটের মসজিদসমূহে ঈদের জামায়াত অনুষ্ঠিত
আইসিসির নির্দেশনার স্বচ্ছতা চান সাকিব
যেভাবে পালন করবেন এবারের ঈদ
মুসলিম বিশ্বে বিষণ্ণ ঈদ
ভাইকে পিঠিয়ে, বোনকে ধর্ষণ

আরও খবর

Shares