Header Border

ঢাকা, শনিবার, ৩০শে মে, ২০২০ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬°সে

বিশ্বকাপে এই প্রথম বাংলাদেশি নারী উপস্থাপক

সোনার সিলেট ডেস্ক ।। 

বাংলাদেশ থেকে এই প্রথম জনপ্রিয় মডেল উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ও জমজমাট আসর আইসিসি ওয়ার্ল্ড কাপে সরাসরি মাঠ থেকে উপস্থাপনা করবেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে আমিই প্রথম, তাই অনেক এক্সাইটেড।

তিনটি মাধ্যমে তার এই উপস্থাপনা দেখা যাবে। টেলিভিশনে দেখা যাবে ‘জিটিভি’ আর অনলাইনে ‘র‌্যাবিটহোল স্পোর্টস’ ও ‘বায়োস্কোপে’।

এই প্রথম আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে সরাসরি মাঠ থেকে উপস্থাপনা করবেন বাংলাদেশের পিয়া। এ নিয়ে রোমাঞ্চিত পিয়া। তিনি বলেন, ‘এই সুযোগটা যে এত তাড়াতাড়ি আসবে আমি বুঝতে পারিনি।’

বাংলাদেশ থেকে সেই সুযোগটা প্রথম পেয়েছেন পিয়াই। এজন্য তিনি অনেক এক্সাইটেড, কেননা বাংলাদেশ থেকে পিয়ার মাধ্যমেই আইসিসি ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে দেখা যাবে কোনো উপস্থাপিকাকে।

২৭ মে উড়াল দেবেন ইংল্যান্ডে। বিশ্বকাপ শুরুর দিন থেকেই দাপিয়ে বেড়াবেন এ মাঠ থেকে ও মাঠ, তার সঙ্গে আলোচনায় দেখা যাবে বাংলাদেশি সাবেক খেলোয়াড়দের সঙ্গে বিশ্বের তারকা ক্রিকেটারদেরও।

 

এসএসডিসি/আরডিআর

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এক বছর বয়সেই পাক্কা রাঁধুনী!
সুনশান শাহী ঈদগাহ! সিলেটের মসজিদসমূহে ঈদের জামায়াত অনুষ্ঠিত
যেভাবে পালন করবেন এবারের ঈদ
মুসলিম বিশ্বে বিষণ্ণ ঈদ
ভাইকে পিঠিয়ে, বোনকে ধর্ষণ
গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

আরও খবর

Shares