Header Border

ঢাকা, শুক্রবার, ২৯শে মে, ২০২০ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০°সে

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

সোনার সিলেট ডেস্ক ।।   রোজা রাখার পর অনেকেই বিভিন্ন বিষয়ে সন্দেহে থাকেন। নিশ্চিতভাবে না জানার কারণে অনেক বৈধ কাজ থেকেও বিরত রাখেন নিজেকে। রোজা অবস্থায় যেসব কাজ করলেও রোজার কোনো ক্ষতি হবে না- আসুন তা জেনে নিই।

১. ভুলক্রমে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে দিতে হবে।

২. আতর, সুগন্ধি ব্যবহার করা বা ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।

৩. নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।

৪. শরীর বা মাথায় তৈল ব্যবহার করা।

৫. ঠাণ্ডার জন্য গোসল করা।

৬. ঘুমে স্বপ্নদোষ হওয়া।

৭. মিসওয়াক করা।

৮. অনিচ্ছাকৃত বমি হওয়া

৯. চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।

১০. স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে।

সূত্র: রদ্দুল মুহতার ও দুররে মুখতার: ২/৩৯৪

এসএসডিসি/আরডি্আর

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এক বছর বয়সেই পাক্কা রাঁধুনী!
মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া
সিলেটে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের ঈদের নামাজ আদায়
সুনশান শাহী ঈদগাহ! সিলেটের মসজিদসমূহে ঈদের জামায়াত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ৫টি জামাত, জাতীয় ঈদগাহে জামাত নয়
যেভাবে পালন করবেন এবারের ঈদ

আরও খবর

Shares