সোনার সিলেট ডেস্ক ।। সিলেট-তামাবিল সড়কের শাহপরাণে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা অ্যাডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৯ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন- গতরাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ সংঘর্ষে পুলিশের এসআই শাখাওয়াতসহ তিনজন আহত হন। এছাড়াও তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও কয়েকটি দোকানপাট ভাংচুর হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুন সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দেয়া নিয়ে অ্যাডভোকেট আফছরের অনুসারী এক কর্মীর উপর হামলা চালায় জাহাঙ্গীর আলমের অনুসারীরা। এর প্রতিবাদে মঙ্গলবার (২ জুলাই) বিকেলে শাহপরাণ বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে অ্যাডভোকেট আফছর বলয়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সেখানেই সংঘর্ষের সূত্রপাত হয়।
এসএসডিসি/’আরডিআর
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Nov | ||||||
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |