Header Border

ঢাকা, বুধবার, ২৭শে মে, ২০২০ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০°সে

সমালোচনার মুখে পূর্বের নোটিশ প্রত্যাহার করলো স্কলার্স হোম

সোনার সিলেট ডটকম।। অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনার মুখে পূর্বের নোটিশ প্রত্যাহার করেছে স্কলার্স হোম। ২৯ এপ্রিল বুধবার বেতনের তাগিদ জানিয়ে অধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশ পাঠানো হয় অভিভাবকদের কাছে। অভিভাবকরা বিষয়টি অনলাইন গণমাধ্যমের নজরে আনেন। পরে বৃহস্পতিবার সকালে “লকডাউনের মধ্যেই শিক্ষার্থীদের বেতন পাঠানোর তাগিদ স্কলার্সহোমে” শিরোনামে সংবাদ প্রকাশ করে সহযোগি অনলাইন নিউজপোর্টাল সিলেট প্রতিদিন।এর পর সৃষ্টি হয় নগরজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

পরে সমালোচনার মুখে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ পূর্বের নোটিশ প্রত্যাহার করেন। তিনি এক বার্তায় বলেন, শীঘ্রই অভিভাবকদের নতুন নোটিশ প্রদান করা হবে।

এদিকে সংবাদ প্রকাশের পর হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের কো-অর্ডিনেটর মুক্তাদির চৌধুরী ফোন দেন প্রতিবেদক দেবব্রত রায় দিপনের সেলফোনে। এ সময় প্রতিবেদককে শাসিয়ে তিনি বলেন, ‘এই মুহুর্তে যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়-আপনি কিছু করতে পারবেন ? আপনি জানেননা-এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সরকার দলীয় এমপি হাফিজ মজুমদার?’ সাংবাদিক দিপনকে দেখে নেওয়ার হুমকিও প্রদান করেন।

সাংবাদিক দেবব্রত রায় দিপনকে হুমকি দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন মহল।
পরে সমালোচনার মুখে পূর্বের নোটিশ প্রত্যাহার করে স্কলার্সহোম কর্তৃপক্ষ।

এসএসডিসি/ কেএ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এক বছর বয়সেই পাক্কা রাঁধুনী!
সুনশান শাহী ঈদগাহ! সিলেটের মসজিদসমূহে ঈদের জামায়াত অনুষ্ঠিত
যেভাবে পালন করবেন এবারের ঈদ
মুসলিম বিশ্বে বিষণ্ণ ঈদ
ভাইকে পিঠিয়ে, বোনকে ধর্ষণ
গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

আরও খবর

Shares