স্টাফ রিপোর্টার।। সিলেটে ধানের শীষের পক্ষে শোডাউন ও মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির । বৃহস্পতিবার সকাল ১১ টায় এ মিছিল করে উভয় ছাত্রসংগঠন। ছাত্রদল ও ছাত্রশিবিরের মিলবন্ধন মিছিলে উপস্থিত ছিলেন সিলেট ১ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। নগরীর বন্দর বাজার থেকে শুরু হয়ে জিন্দাবাজারে এসে এক পথসভা অনুষ্টিত হয়। পথসভায় বক্তব্য রাখেন ঐক্যজোটের মনোনীত এমপি পদপ্রার্থী থন্দকার আব্দুল মুক্তাদির।
খন্দকার মুক্তাদির বলেন, প্রশাসনের গুটিকয় লোকের পক্ষপাতের কারণে সিলেটে প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। সরকারী দলের চাপে পুলিশ প্রশাসনের কিছু বিপথগামী লোক ধানের শীষের সমর্থকদের ৩০ তারিখ ভোট কেন্দ্রে না যাবার হুমকী দিচ্ছে। ইনশাআল্লাহ, সকল ভয়কে জয় করে সিলেটবাসী ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে যাবেন। ইনশাআল্লাহ, বিকেলের বিজয় মিছিলটি আমাদেরই হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বদলীয় ছাত্র ঐক্যজোটের নেতা ও সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রুবেল, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন, সিলেট জেলা পশ্চিম শিবিরের সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল ও জেলা পূর্ব শিবিরের সেক্রেটারী রুকন উদ্দিন।
এসএসডিসি/ আজু
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Nov | ||||||
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |