সোনার সিলেট ডেস্ক।। হবিগঞ্জের মাধবপুরে শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌছালে বিপরীতগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও কয়েকজন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়।
সোনার সিলেট/ কেএ