Header Border

ঢাকা, শনিবার, ১১ই জুলাই, ২০২০ ইং | ২৭শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩০°সে
শিরোনাম :

সিলেটে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের ঈদের নামাজ আদায়

প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার সকাল থেকে হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদসহ সিলেটর বিভিন্ন মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে কোনো কোনো জায়গায় ভিড় বেশী হওয়ায় স্বাস্থ্যবিধি মানা হয়নি।

সকালে শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে দেখা যায়, মসজিদের প্রবেশপথে সারিবদ্ধভাবে নিয়ম মেনে ভেতরে প্রবেশ করেন তারা। এছাড়া নিজ নিজ জায়নামাজ নিয়ে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে দেখা গেছে।

এছাড়া নামাজ আদায়কালে অনেককেই মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে। নামাজ শেষে অন্যান্যবারের মতো কোলাকুলি, কিংবা করমর্দন থেকে বিরত ছিলেন তারা।

দরগাহ মসজিদে নামাজ আদায় করতে আসা সুলতান নামে এক মুসল্লি বলেন, সরকার থেকে নিষেধাজ্ঞা থাকায় অনেক দিন মসজিদে নামাজ আদায় করা হয়নি। কিছুদিন আগে মসজিদ খুলে দিলেও আসা হয়নি। আজ ঈদের নামাজ পড়তে এসে ভালোই লাগলো।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মুন্সির গাওঁ তালামীয ইসলামিয়া আঞ্চলিক শাখার পক্ষে সম্মাননা স্বারক প্রদান
সিলেট মুক্ত স্কাউট গ্রুপের ত্রান সামগ্রী বিতরণ
বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম, সিলেট মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
সিলেট-সুনামগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
সিলেটে ভূমিকম্প
সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

আরও খবর

Shares