Header Border

সিলেট, মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২০ ইং | ৪ঠা কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ৩৪°সে

সৃজনশীলতা না থাকলে  লেখার ভবিষ্যত থাকে না

নিজস্ব প্রতিবেদক।। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১০০৮ তম সাহিত্য আসরে বক্তারা বলেছেন, সমাজ উন্নয়নে লেখকদের সৃজনশীল চিন্তা-ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের উন্নয়ন-অনুন্নয়নের দিকে লেখকদের তীক্ষ্ম দৃষ্টি থাকে সবসময়। বক্তারা বলেন, সৃজনশীলতা না থাকলে লেখার ভবিষ্যত থাকে না, আগামিদিনের কথা বিবেচনা করেই লেখালেখি করা উচিত।
গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদের সহসভাপতি মুহম্মদ বশিরুদ্দিন।
আলোচনায় অংশ নেন কেমুসাসের সহসভাপতি লে.কর্নেল সৈয়দ আলী আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, বিশিষ্ট কলামিস্ট ইনাম চৌধুরী, প্রবীণ লেখক এম এ হান্নান, কবি মামুন সুলতান ।
আসরে পঠিত লেখা নিয়ে আলোচনা করেনÑ কবি বাছিত ইবনে হাবীব ও ছড়াকার কামরুল আলম।
লেখাপাঠে অংশ নেন সিরাজুল হক, আমিনা শহীদ চৌধুরী মান্না, এম আশরাফ আলী, কুবাদ বখত চৌধুরী রুবেল, সরওয়ার ফারুকী , সৈয়দ মুক্তদা হামিদ, সামছুদ্দোহা ফজল সিদ্দিকী, সাজন আহমদ সাজু, হাসান মাহমুদ , জুবের আহমদ সাজন, ফখরুল আল হাদী, শাহানারা বেগম ইমা, মুয়াজ বিন এনাম, শাহ সরোয়ার আলী, আব্দুল্লাহ আল মাসুম, সালিম জাহাঙ্গীর শামস, খলিলুর রহমান, মোঃ বাহাউদ্দিন বাহার, জুনেদ আহমদ, সালিম আহমদ, আবুযর মাহতাবী । উপস্থিত ছিলেন সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ করিম চৌধুরী, গল্পকার বাশিরুল আমিন প্রমুখ।
সাহিত্য আসর উপস্থাপনা করেন গল্পকার তাসলিমা খানম বীথি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ।

এসএসডিসি/ কেএ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক
ইছামতি হাইস্কুল প্রতিষ্ঠার ইতিবৃত্ত স্মারক- ইছামতির আলো’র মোড়ক উন্মোচন সম্পন্ন
পাপড়ি-করামত আলী তরুণ শিশুসাহিত্য পুরস্কার পেলেন যারা
লেখক-ব্যবসায়ী আবদুল হান্নান আর নেই
সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬০ তম জন্মদিন আজ
আল মাহমুদ : শিশু-কিশোরদের মনের মতো কবি || কামরুল আলম

আরও খবর

Shares