Header Border

সিলেট, সোমবার, ২৬শে অক্টোবর, ২০২০ ইং | ১০ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ৩০°সে

মোটরসাইকেলে গরু বহনের ভিডিও ভাইরাল

সোনার সিলেট ডেস্ক ।। মোটরসাইকেলে মানুষসহ বিভিন্ন মালামাল এবং ছোটখাটো পশু বহন স্বাভাবিক ঘটনা। কিন্তু মোটরসাইকেলে যদি গরু বহন করা হয়, সেটি অবশ্যই অস্বাভাবিক ঘটনা।

আর এই অস্বাভাবিক ঘটনাটিই ঘটেছে পাকিস্তানে। এর ভিডিও আপলোড হতেই সেটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, এক যুবক বাইক চালাচ্ছেন। আর বাইকের সামনের অংশে বসিয়ে রাখা হয়েছে একটি গরুকে। গরুটির গায়ে চাদর জড়ানো।

চাদর দিয়ে তার পাগুলো জড়ানো রয়েছে। গরুটি দিব্যি বসে আছে। কোনোরকম নড়াচড়া করেনি সেটা।

গরুকে চাপিয়ে ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন তার পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া দুজন এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করেন।

এসএসডিসি/আরডিআর

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক
ইছামতি হাইস্কুল প্রতিষ্ঠার ইতিবৃত্ত স্মারক- ইছামতির আলো’র মোড়ক উন্মোচন সম্পন্ন
পাপড়ি-করামত আলী তরুণ শিশুসাহিত্য পুরস্কার পেলেন যারা
লেখক-ব্যবসায়ী আবদুল হান্নান আর নেই
ইতালিতে নামতে না পারা ১৫১ বাংলাদেশি দেশে ফিরলেন
করোনায় ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু, শনাক্ত ৩৪৮০

আরও খবর

Shares