Header Border

সিলেট, রবিবার, ২৫শে অক্টোবর, ২০২০ ইং | ৯ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল) ৩০°সে

সুনামগঞ্জে তিন লাশ উদ্ধার

সোনার সিলেট ডেস্ক ।। সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশায় এক অজ্ঞাতনামা তরুণ অপর দুই শিশু সহ তিনজনের লাশ উদ্যার করা হয়েছে।

নিহতরা হলেন, জেলার জামালগঞ্জ উপজেলার রুপাবালি গ্রামের সোহেল মিয়ার শিশু কন্যা ইমা বেগম (৬), ধর্মপাশার বাবুপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (৫), একই উপজেলার ধারাম হাওর থেকে উদ্যারকৃত অজ্ঞাতনামা অপর এক তরুণ।,

বৃহস্পতিবার জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম জানান, বিদ্যালয় ছুটি শেষে মায়ের সাথে বাড়ি ফেরার পথে উপজেলার রূপাবালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে বুধবার দুপুরে অটো রিকসা চাঁপায় প্রথম শ্রেণিতে পড়–য়া নাহিদা আক্তার ইমা নিহত হন।

ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, উপজেলার কান্দাপাড়া গ্রামের সেতু সংলগ্ন ধারাম হাওর থেকেবুধবার দুপুরে এক অজ্ঞাতনামা তরুণের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

একই দিন উপজেলার বাবুপুর গ্রামের সামনে প্রবাহমান বৌলাই নদী থেকে ভাসমান অবস্থায় মাজহারুল ইসলাম (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেন গ্রামবাসী।
নিহতের পিতা রুবেল মিয়া জানান,উপজেলার বাবুপুর গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় শিশু মাজহারুল মঙ্গলবার দুপুরে খেলা করছিল। পরিবারের সবার অলক্ষে সে বাড়ির সামনে বয়েচলা বৌলাই নদীর ঢলের পানিতে পড়ে গিয়ে নিখোঁঁজ হয়।

এসএসডিসি/আরডিআর

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক
ইছামতি হাইস্কুল প্রতিষ্ঠার ইতিবৃত্ত স্মারক- ইছামতির আলো’র মোড়ক উন্মোচন সম্পন্ন
পাপড়ি-করামত আলী তরুণ শিশুসাহিত্য পুরস্কার পেলেন যারা
লেখক-ব্যবসায়ী আবদুল হান্নান আর নেই
ইতালিতে নামতে না পারা ১৫১ বাংলাদেশি দেশে ফিরলেন
করোনায় ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু, শনাক্ত ৩৪৮০

আরও খবর

Shares