সোনার সিলেট ডেস্ক ।। কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের বড়লেখায় নিমার মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নিমার মৃত জোয়াদ আলীর ছেলে।পেশায় তিনি একজন কৃষক ছিলেন।স্থানীয়রা জানান, সকালে কালবৈশাখী ঝড়ের সময় নিমার কোনো কাজে ঘর থেকে বের হতে চাইছিলেন। এ সময় ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল ঘরের ওপর ভেঙে পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা নিহতের দাফনের জন্য সরকারি অনুদান দেয়ার চেষ্টা করছি।
এসএসডিসি/আরডিআর