সোনার সিলেট ডেস্ক।। বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর সিলেট আউটলেট দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে নয়াসড়ক এলাকায়। এবার সেই ভাড়া ভবন থেকে স্থান পরিবর্তন করে জেলরোডে নিজস্ব ভবনে যাচ্ছে আড়ং।
আগামী ৪ মে জেলরোডের চেম্বার ভবন সংলগ্ন আড়ং-এর নতুন আউটলেটের উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আড়ং-এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
নতুন এই তিনতলা বিশিষ্ট সুবিশাল ভবনে থাকবে আড়ং-এর সবধরনের প্রোডাক্ট। এবং বিশাল গাড়ী পাকিং সহ সবধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে আড়ং এর ক্রেতাদের জন্য ।
উল্লেখ্য, আড়ং এ দেশের সর্ববৃহৎ লাইফস্টাইল ব্র্যান্ড যা প্রায় ৬৫,০০০ কারিগরদের শিল্পে প্রসার করেছে।
এসএসডিসি/আরডিআর