থেমে থাকেনা কিছু এই পৃথিবী জুড়ে।
ভালোবাসার মানুষ হয়ে যায় অচেনা
পরিবার পাশে থাকে, এটাই প্রেরণা।
কষ্ট গুলো চলে গিয়ে, রেখে যায় ক্ষত
হটাৎ পড়লে মনে,নয়নে থাকে অশ্রু শত।
একাকিত্ব যখন আশে এই শরীর জুরে
লেখালেখি করো তখন মন প্রান ভরে।
আবেগের সাগরে ভেসে হয়োনা বেকুব
দিন শেষে তুমি একা, মনে রেখো খুব।