দূর দিগন্তের দিকে উড়তে থাকে
ভাবনারা এলোমেলো
মৌলিক এক ছন্দপতন হয়
তবে কি দুঃখরাও শিহরন জাগায়?
বৃষ্টির গল্পো শোনায় চুপি-চুপি
জল কল্পনায় মেঘেরা
মুখ লুকায় পাহাড়ের গাঁয়।
ফিতের মত ঝড়া পাহাড়ের
কোল ঘেসে বয়ে গেছে
আঁকা-বাঁকা পথ
ঝোঁপ-ঝাঁড়ে বনফুল গন্ধ ছড়ায়।
বহুদূর ঘুরে ঘুরে আবার
ভাবনারা উড়ে আসে।
মানুষ আসলে বদলায় না
শুধু মুখোশ পাল্টায়।
পথ ছাড়েনা তবু পথ আটকায়।
এসএসডিসি/বাসিত মুনতাসির