একেবারেই চুপ…!
তোমাকে কথা কে বলতে বলছে
যেওনা চলে।
থাকতে তোমায় কে বাধ্য করেছে?
শোনো বন্ধু
আমার বাড়ি মানে তোমারও বাড়ি।
হা হা ভারি ফানি
বিনে পয়সায় একটা কথা বলি?
ঐ দিকে কি দেখ, তাকিয়ে থাকো আমার দিকে
পুরো মহা বিশ্বটাই দেখতে পাবে।
দীর্ঘ সময় দেখ
আমার চারিদিকের জলাধার গলি
শুকিয়ে যাচ্ছে।
অনেক ক্রোধ জমে জমে কাদা হয়ে গেল
বেশির ভাগ ক্ষেত্রে তার
শোধ নেওয়া হয়না।
একবার একটা কবিতা শুনে
খুব ভালো লেগেছিল
এর পর কবিতার জন্য নেশার মতো তৈরি হয়।
সুযোগ পেলেই কবিতা পড়ি।
কে কবে একদিন বলেছিল
ঐ দেখ আমাদের দেশের পাখি।
পেছন ফিরে দেখার সুযোগ
হয়নি বলে
আর সেই পাখিটাকে দেখাই হলোনা।
এর পরেও চুপ! তোমাকে কে
কথা শুনতে বলেছে? যেওনা চলে
তোমাকে থাকতে কে বাধ্য করেছে।