ভিক্ষুকের কথা
দয়া করে ভিক্ষা দাও আমায় দুটো টাকা
অনাহারে আছি আমি পুরো চারবেলা
চারবেলা ধরে আমি শুধুই খেয়ে আছি পানি
তবুও, আমায় দেখে তোমার থাকে হাসি মুখখানি!
আমার জীবনে আর নেই কোনো আশা
কষ্টের কথা বলতে গিয়ে হারিয়েছি ভাষা
অনেকদিন খালি হাতে ফিরতে হয় রাতে
মনে হয় সুখ নেই আর আমার কপালে।
কী নিষ্ঠুর ধুলোবালির এই সুন্দর ভুবন
না হলে, কেন ধনীরা আমার সব করে হরণ?
প্রতিক্ষণ হাত পাতি সামান্য টাকার আশায়
তোমরা তো দিন কাটাও কত না বিলাসিতায়।
সকালের আলোর প্রতীক্ষায়ই তো আমার রাত কাটে
কিন্তু সকালেও আমার সামান্য খাবার না জুটে
উন্নয়নের স্রোতে কাঁপছে নাকি সারা বিশ্ব
তাহলে, আমি কেন হয়ে আছি এত নিঃস্ব?
সুখ-সমৃদ্ধি সবই মহান আল্লাহর দান
তবে কেন আমার নেই দুঃখ থেকে অবসান?
আমার দুঃখ বলে শেষ হবে না কথায়,
অন্তর আমার ভরে আছে অনেক ব্যথায়।
সাহায্যর জন্য গেলে তোমরা করো তাড়া
হয়তো হবে না আর আমার সুখের গাড়িতে চড়া!
তোমরা যদি দাও আমায় সামান্য ভালোবাসা
বাকি জীবন নিয়ে আছে আমার আশা।
না হলে একদিন খুঁজে পাবে না আমার শরীরখানা
শুনতে পারবে না আর আমার দুঃখের কথা
পৃথিবীর মানুষ সবাই অনেক বেশি নির্মম
আপনার মাঝেই কাটে আমার এই জীবন।
আমারও আছে তোমাদের মত একটা প্রাণ
তাহলে তোমার আমার মাঝে কেন ব্যবধান?
তবুও অনেক সম্মান রইল তোমাদের প্রতি
আমার জীবন আমার কাছে মূল্যবান অতি।
আমার জীবনে এসে গেল প্রায় শেষ পালা
এখনো রয়ে গেছে আমার অনেক কথা বলা!