১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৮:৪২

ইয়াসিনের গোলে সমতায় বাংলাদেশ

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, অক্টোবর ৫, ২০২১,

সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়ছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। খেলার প্রথমার্ধেই ছেত্রীর গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফিরল লাল-সবুজরা। গোল শোধ করে এখন জয় নিয়ে মাঠ ছাড়তে মরিয়া হয়ে লড়ছে জামাল ভূঁইয়ারা।

সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথম থেকেই দারুণ খেলছিল বাংলাদেশ। আক্রমণ পাল্টা আক্রমণে ভারতে প্রতিরক্ষা ব্যুহ কাঁপিয়ে দিচ্ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণের মাত্রা বাড়িয়েছে ভারতও।

যার ফলস্বরূপ ম্যাচের ২৭ মিনিটের মাথায় উদান্ত সিং-এর পাস থেকে ভারতকে লিড এনে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। পরে ৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখে বিশ্বনাথ ঘোষ মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। তবে তাতেও দমে যায়নি জামাল এন্ড কোং। ২০ মিনিট বাদেই গোল পরিশোধের অনন্দে মেতে ওঠে লাল-সবুজ শিবির।

এসময় রাকিব হোসাইনের সহায়তায় গোল করে দলকে ১-১ সমতায় ফেরান ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।

বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে গড়ানো ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

ফিফা র‌্যাংকিংয়ে ভারতের চেয়ে ৮২ ধাপ পিছিয়ে লাল-সবুজের জার্সিধারীরা। তবে এদিন ম্যাচের শুরু থেকেই অস্কার ব্রুজনের শিষ্যদের শারীরিক ভাষা যেন নতুন করে ইতিহাস লেখারই বার্তা দিচ্ছিল।

এ ম্যাচের আগে অতীত পরিসংখ্যানে উন্নতি ঘটানোয় মনোযোগী বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন নতুন কোচ অস্কার ব্রুজন। হেড টু হেড রেকর্ডে ব্লু টাইগারদের চেয়ে পিছিয়ে রয়েছে লাল সবুজরা। দুই জয় ও ১২ ড্রয়ের বিপরীতে ভারতীয়দের কাছে ১৬ ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ।

ফুটবলে বাংলাদেশ-ভারত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে একসময় পাশাপাশি হাঁটলেও এখন জোর কদমে অনেক এগিয়ে গেছে ভারত। তবে  বাংলাদেশ-ভারত মাঠে নামলে খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি থাকে না। সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও তেমনটাই দেখা যাচ্ছে। কারও হাতে লাল-সবুজ পতাকা, কারও গায়ে লাল-সবুজ জার্সি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জামাল ভূঁইয়াদের সমর্থন জানাতে সমর্থকদের ঢল নেমেছে মালে স্টেডিয়ামে।

গত শুক্রবার সাফ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে বাংলাদেশ। এর মাধ্যমে টানা সাত ম্যাচে জয়হীন থাকার রেকর্ড থেকে বেরিয়ে এসেছে জামাল ভুঁইয়ার দল।
লঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ ওই ম্যাচ জয়ের নায়ক তপু বর্মন।

শুক্রবার পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন তিনি। এতেই জয় খরা কাটিয়ে ওঠে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আসন্ন গুরুত্বপুর্ন ম্যাচটিতেও তপু বর্মনের কাছ থেকে একই পারফর্মেন্স প্রত্যাশা করছেন প্রধান কোচ অস্কার ব্রুজন।

বাংলাদেশ দল: 
শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

ভারত দল:
গুরপ্রীত সিংহ সাধু, ধীরাজ সিং মৈরঙ্গথেম, বিশাল কাইথ, প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্দেস, চিংলেনসানা সিং, রাহুল ভেকে, সুভাষীশ বসু, মন্দার রাও দেসাই, উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্দেস, লেলেঙ্গমাওয়িয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, জেকসন সিং, গ্লান মার্টিনস, সুরেশ সিং, লিস্টন কোলাকো, ইয়াসির মোহাম্মদ, মনভীর সিং, রহিম আলী, সুনীল ছেত্রি ও ফারুখ চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo