চোটের কারণে চলতি বিপিএলে আর নাও দেখা যেতে পারে পেসার তাসকিন আহমেদকে। তাসকিনের দল সিলেট সানরাইজার্স জানিয়েছে এটি। ডানহাতি এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তারা।
ব্যথা হওয়ায় তাসকিনের পিঠে এমআরআই করানো হয়। এতে দেখা গেছে পিঠের পুরনো চোট আবার ফিরে এসেছে। সিলেট ফ্র্যাঞ্চাইজির ফিজিশিয়ান জয় সাহা বলেন, ‘তাসকিনের পিঠের ইনজুরিটা পুরনো। বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে সে আমাদের জানায় তার পিঠে ব্যথা হচ্ছে। এরপর আমরা তার এমআরআই করাই। দেখা গেছে তাসকিনের চোটটা পুরনো।’
তাসকিনের চোটের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করেছে সিলেট।
তাদের প্রেসক্রিপশন অনুযায়ীই ব্যবস্থা নেবে ফ্র্যাঞ্চাইজিটি।
সানরাইজার্স বলেছে, ‘তাসকিনকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। কারণ সামনেই আফগানিস্তান সিরিজ। ওই সিরিজের জন্য তাকে প্রস্তুত করতে আমরা সম্ভাব্য সকল চেষ্টাই করবো। যদি তার ব্যথা না কমে, আমরা তাকে বিপিএলে খেলাতে পারবো না।’
চলতি আসরে সিলেটের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছেন তাসকিন। ৮.৯২ ইকোনমি রেটে তার শিকার ৫ উইকেট।