১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২:২৩

দীর্ঘ ১০ বছরেও খোঁজ মেলেনি তাদের

ডেস্ক নিউজ
  • আপডেট রবিবার, এপ্রিল ৩, ২০২২,

ঢাকায় গিয়ে ‘নিখোঁজ’ হওয়া সিলেটের ২ ছাত্রদল নেতার হদিস দীর্ঘ ১০ বছরেও মেলেনি। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ। এরপর তারা আর ফেরেননি।

তাদের অপেক্ষায় স্বজনরা আজও প্রহর গুনছেন। তাদের আশা- একদিন ফিরে আসবেন দিনার-জুনেদ।

ওই বছর সিলেট নগরীর উপশহরে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন মাহমুদ হোসেন শওকত নামের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় আলোচিত হন ইফতেখার আহমদ দিনার। মামলার ভয়ে প্রকাশ্য থেকে অন্তরালে চলে যান তিনি। সিলেট ছেড়ে পালিয়ে যান ঢাকায়। এ অবস্থায় ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে বন্ধুসহ নিখোঁজ হন দিনার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে তাদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব বলে দাবি স্বজনদের। দিনারের কিশোর বয়সী ছেলে রাইয়ান আর মেয়ে মাইশা দীর্ঘ ১০ বছর বাবার আদর-স্নেহ বঞ্চিত। আর পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকে পাথর দিনারের মা-বাবা।

এদিকে, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ রবিবার (৩ এপ্রিল) এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo