৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫০

লাউয়াছড়ায় ২টি বিষধর সাপ অবমুক্ত

ডেস্ক নিউজ
  • আপডেট বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২,
  • 1697 বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রাম থেকে উদ্ধারকৃত একটি বিষধর পদ্ম গোখরা ও একটি নির্বিষ দাঁড়াশ সাপ লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের সাপুড়ে শাহীন মিয়ার বাড়ি থেকে এই দুটি সাপ উদ্ধার করা হয়।

বন বিভাগ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারস্থ আসীদ আলী মহালদার বাসার ভেতরে গত মঙ্গলবার একটি বিষধর পদ্ম গোখরা সাপ ঢুকে পড়ে। পড়ে স্থানীয়দের সহযোগিতায় ও সাপুড়ের মাধ্যমে সাপটি উদ্ধার করা হয়। পরে সাপুড়ে সাপটি তার বাড়িতে নিয়ে যায়। কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন শুভ এ বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীকে জানালে বন বিভাগের সদস্য ও Stand For Our Endangered Wildlife (SEW) টিমের সহায়তা নিয়ে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের সাপুড়ের শাহীন মিয়ার বাড়ি থেকে বুধবার সাপটি উদ্ধার করা হয়। এ সময় তার বাড়িতে থাকা আরও একটি নির্বিষ দাঁড়াশ সাপও উদ্ধার করা হয়। পরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই দুটি সাপ অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুইটি সাপ উদ্ধার ও পর্যবেক্ষণ করে সুস্থ দেখা যাওয়ায় বুধবার সন্ধ্যার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo