১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৩

সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

সোনার সিলেট ডটকম
  • আপডেট শুক্রবার, এপ্রিল ৮, ২০২২,

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহষ্পতিবার (৭এপ্রিল) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্তোরায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবরে সভাপতি মুহিত চৌধুরী। বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ -এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা সিলেটের পরিচালক জুলিয়া যেসমিন মিলি, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি, গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ, সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক।

রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শমসের জামাল, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল কাদের তাপাদার, সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল, সিলেট বেতারের প্রতিনিধি এম এ রহিম, ওকাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, একাত্তর টিভির সিলেট প্রতিনিধি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, এডভোকেট আব্দুল মুকিত অপি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সকল স্তরের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo