২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯:২২

কিশোরতারা লেখক-পাঠক সম্মিলন সম্পন্ন

সোনার সিলেট ডটকম
  • আপডেট সোমবার, আগস্ট ১, ২০২২,
সৃজনশীল শিশু-কিশোর পত্রিকা ‘কিশোরতারা’র বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেটের জকিগঞ্জে লেখক-পাঠক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শুক্রবার বিকেল ৪টায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কিশোরতারা সম্পাদকমণ্ডলীর সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে ব্যবস্থাপনা সম্পাদক এম এ আল মাসউদ তরফদারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা ইউসুফ আলী।
কিশোরতারা লেখক-পাঠক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম ফয়সাল, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা সাহিত্যের শক্তিমান কবি কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল ইহসান ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান হাফিজ মাওলানা এনামুল হক, কবি ও সাহিত্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব, নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরতারা সম্পাদক ছড়াকার ইউনুছ আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের সাহিত্য সম্পাদক ছড়াকার কামরুল আলম, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার প্রভাষক মাওলানা মুখলিছুর রহমান, কবি ফজলুর রহমান ফজলু, গঙ্গাজল (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক, ইছামতি (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, নকশী বাংলার সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল, কবি এম.এ. ফাত্তাহ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, সহকারী শিক্ষক দেবাংশু তালুকদার ও জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহসভাপতি কয়েছ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস শাকুর, সাংবাদিক এনামুল হক মুন্না, কবি ও ছড়াকার ইয়াহিয়া আহমদ চৌধুরী, কবি মিছবাহ আজাদ, কবি হাবিবুল্লাহ মিছবাহ, কবি ছালিক আমীন, শিক্ষক অলোক কর মিশু, বিমল দেবরায়, পল্লী চিকিৎসক হাকীম এম এ বারী, লেখক ও আইনজীবী বদরুল আলম খান, জামেয়া দারুল আজহার-এর পরিচালক আব্দুল হামিদ জালাল, শিক্ষক আব্দুল্লাহ আল মমশাদ ও ব্যবসায়ী শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে বাংলা সাহিত্যের শক্তিমান কবি কালাম আজাদকে আজীবন সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার হিসেবে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া কিশোরতারা সেরা ক্ষুদে-লেখক পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo