শিক্ষার্থীদের নিয়ে ছোটোখাটো আয়োজনে আজ ৫ই জানুয়ারি সিলেট মার্শাল আর্ট একাডেমি কারাতে-দো এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সবার জন্য আত্মরক্ষা মূলমন্ত্রের মধ্য দিয়ে সেন্সি জসিম উদ্দিন ১৯৯৯ সালে সনামধন্য এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার শুরু থেকেই আত্মরক্ষা, শরীরচর্চা নিয়ে কাজ করে যাচ্ছে সিলেট মার্শাল আর্ট একাডেমি।
আজ ৫ই জানুয়ারি সিলেট মার্শাল আর্ট একাডেমি কারাতে-দো এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবের সুবিদবাজারস্থ ইনডোরে নতুন, পুরাতন সকল শিক্ষার্থীদের নিয়ে উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের বেল্ট প্রদান, দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মার্শাল আর্ট একাডেমি কারাতে-দো এর পরিচালক সেন্সি জসিম উদ্দিন, ছিলেন সেন্সি জুবায়ের আহমদ সুমন। প্রধান প্রশিক্ষকের বক্তব্য শেষে পরীক্ষায় উত্তির্ণ সকল শিক্ষার্থীদের বেল্ট প্রদান করেন প্রদান প্রশিক্ষক এবং একাডেমির পরিচালক সেন্সি জসিম উদ্দিন। বেল্ট প্রদানের পর কেক কর্তন শেষে প্রশিক্ষকগন শিক্ষার্থীদের আরো ভালো করার লক্ষে কিছু কথা বলে অনুষ্ঠানের সমাপ্তি হয়।