মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক কলেজ ছাত্র। এ ঘটনায় অজ্ঞাতনামা ঘাতক গাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নিহতের বড় ভাই।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার শবেবরাতের নামাজ শেষে বাড়ীতে যাওয়ার পথে আতুরেরঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শবেবরাতের নামাজ শেষে রহিমপুর ইউনিয়নের আতুরেরঘর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতির একটি গাড়ি এনামুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সড়কে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ১ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
পরে উদ্ধার করা অজ্ঞাতনামা মরদেহের পরিচয় মিলে। নিহত সৈয়দ এনামুল কবির রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ঘাতক গাড়ির বিরুদ্ধে থানায় নিহতের পরিবারের পক্ষে একটি লিখিত অভিযোগ করেন।
নিহত রাহীনের চাচা সিদ্দেক আলী জানান, পবিত্র শবেবরাতের রাতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তার বন্ধুদের সাথে বাহিরে গিয়েছিল। পরে রাত দেড়টায় খবর আসে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে।
ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এক অভিযোগ করছেন।