সিলেট শহরতলীর শাহপরান খাদিম বিএডিসি এলাকার কৃষি গবেষণা খামার এলাকার লেকের পাশ থেকে নাইম আহমদ (২২) নামের এক থাই মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ। তিনি শাহপরান থানার পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের শেষ প্রান্তে লেকের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নাইম আহমদের শরীরের বিভিন্ন অংশে বেশকিছু ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, নিহত যুবক নাইম আহমদ পেশায় থাই মিস্ত্রি। লাশ দেখে মনে হয়েছে, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এসএসডিসি/কেএ