গত বছরের ভয়াবহ বন্যার ধকল যেতে না যেতেই বর্ষা মৌসুমের শুরুতেই সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত তিন দিন ধরে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরো ১৫ দিন অব্যাহত থাকবে বলে জানা গেছে। এরই মধ্যে গোয়াইনঘাট উপজেলার পাঁচ ইউনিয়নরে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।