১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৩:৩৭

কেমুসাসের ১১৫৯তম সাহিত্য আসর

সোনার সিলেট ডটকম
  • আপডেট বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩,
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কার্যকরী পরিষদের সহসাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন বলেছেন, কেমুসাসের সপ্তাহিক সাহিত্য আসর সিলেটের অন্যতম ঐতিহ্যের স্মারক। দীর্ঘদিন ধরে যা চলমান। আমরা যারা আসরে আসবো, সবাই যেন এটাকে একটা উপলক্ষ মনে করে নিয়মিত লেখা নিয়ে আসি। আমাদের নির্দিষ্ট আলোচক আছেন। আশা করি আলোচকের মন্তব্য আপনাদের লেখাকে আরও শাণিত করবে।
(২২জুন) বৃহস্পতিবার বাদ মাগরিব নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ১১৫৯তম সাহিত্য আসরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী এই আসরকে আরও জমজমাট করতে হবে। এইজন্য আমাদের প্রত্যেকের চেষ্টাই গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় আসরে লেখাপাঠের উপর আলোচনা করেন কবি হুসাইন ফাহিম। আসরে বক্তব্য কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, গল্পকার সেলিম আউয়াল ও সালেহ আহমদ খসরু।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন কবির আশরাফ, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, সিরাজুল হক, কে এম জুমায়েল বক্স। গান পরিবেশন করেন কোবাদ বখত চৌধুরী রুবেল। আসরের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আবদুল আজিজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo