২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭:৪৮

মঞ্চে আসছে নতুন নাটক- বনফুরলের ফুল

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বুধবার, আগস্ট ২, ২০২৩,

আগামী ৪-৫ আগস্ট ২০২৩ রোজ শুক্র ও শনিবার সূত্রধার নাট্যদলের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নতুন নাটক বনফুরলের ফুল। স্থান কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবিবাজার, সিলেট। প্রতিদিন সন্ধ্যা সাতটা । সুফি সুফিয়ানের রচনা ও আবদুল্লাহ আশরাফের মঞ্চ-আলো এবং নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন–সুতপা বিশ্বাস পল্লবী, শাহ শরীফ উদ্দিন, হাসান লিমন, সৃজন চন্দ মন, সৌরভ রায় শাওন, নাহিয়ান চৌধুরী নাফি । সংগীত আয়োজন করেছে পল্লবী মৌ। সংগীত প্রক্ষেপণ করবেন আহমেদ সাইফ। বনফুরলের ফুল একটা ভুতূরে সমাজের গল্প। যেখানে ঘুরে বেড়ায় ভোগের ঘোড়ার সওয়ার হওয়া কতিপয় মানুষ । যারা প্রাপ্তির লোভে ফরমান করে নতুন আইন। লোকপৃথিবীর ধূর্ত অন্ধকার, নারী জন্মের ক্ষোভঘৃণা আর নগাই সাপের উত্থিত ফণার মুখোমুখি হতে চাইলে বনফুরলের ফুলের জগতে আপনাকে স্বাগতম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo