করোনা মানুষে মানুষে দূরত্ব বাড়িয়েছে। ক্রিকেটেও এসেছে নতুন আদব কেতা। টস জয়ের পর হাত মেলালেন না। দুই অধিনায়ক তামিম ও জেসন মোহাম্মদ দূরত্ব মেনে টস পরবর্তী সিদ্ধান্ত জানালেন। এই ম্যাচ দিয়ে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হলো বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুলের।
মুজিববর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু হচ্ছে এই সিরিজের মধ্য দিয়ে। বিসিবি একেবারেই অনাড়ম্বর শুরু করবে কী করে হয়। সাবেক ক্রিকেটার রকিবুল হাসান এবার হোস্টের ভূমিকায়। বোর্ডের সব গুরুত্বপূর্ণ কর্তা মাঠে হাজির। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজের শুভ উদ্বোধন করলেন।
করোনার তাণ্ডব থামেনি। মনুষ্যজাতিকে মানবতা আর ভালোবাসা শিখিয়েছে এ মহামারি। কিন্তু মানুষের মাঝে হানাহানি কমেনি। ব্লাক লাইভস ম্যাটারে উত্তাল গোটা বিশ্ব। খেলা শুরুর আগে বাংলাদেশ ও উইন্ডিজের দুই দলের ক্রিকেটাররা হাঁটু গেড়ে দুই হাত মুষ্ঠিবদ্ধ করে বর্ণবাদকে উপড়ে ফেলার চেষ্টা করলেন।
এত কিছুর মাঝে সবচেয়ে অভাব ছিল একটা। মাঠের প্রাণ দর্শক নেই। যাদের প্রতি মূহূর্তের গর্জন টাইগারদের প্রাণে অনুপ্রেরণার সঞ্চার করে।
এবার মাঠে নামার পালা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তরুণ পেসার হাসান মাহমুদের। অধিনায়ক তামিম মাথায় ক্যাপ পড়িয়ে দিলেন। উইন্ডিজ ক্রিকেট দলেও হয়েছে রেকর্ড। ছয় জনের অভিষেক হয়েছে এই ম্যাচে! স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে বিশেষ জার্সিতে বাংলাদেশ দলকে অসাধারণ লাগছিল। সাকিব তামিমদের বুকে লেখা ছিল বাংলাদেশ, মননেও যে ছিল বাংলাদেশ।