সিলেট মোবাইল পাঠাগারের ৮২৭ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। গত ৫ আগস্ট শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক ও গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ করেন কবি রাকিব আলী, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।