১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪:১২

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি শাবির ড. আশরাফুল

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, আগস্ট ১৩, ২০২৩,

সিলেটের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
রবিবার(১৩ আগস্ট) শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও  আচার্য এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম কে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো’ রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo