আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দীর্ঘদিন দলের বাইরে থাকা পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও মনোযোগ দিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন বলে জানিয়েছেন এই পাক তারকা পেসার।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ‘টুইটারে’ পাকিস্তানি এই পেসার লিখেছেন, অসাধারণ এক পথ পরিক্রমা শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ ও ভক্তসহ আর যারা আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জগতে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।
২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার পর, পাকিস্তানের হয়ে ৯১ ওয়ানডেতে ১২০টি উইকেট নেয়ার পাশাপাশি ৭৪০ রান করেছেন। ২৭ টেস্টের ক্যারিয়ারে উইকেট নিয়েছেন ৮৩টি। এছাড়াও ৩৬ টি-টোয়েন্টিতে ৩৪টি উইকেট শিকার করেছেন এই পেসার।