৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৩

ট্রানজিট সুবিধা নিয়ে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩,

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ বলেছেন, ট্রানজিট সুবিধা নিয়ে এখন থেকে বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। এ ভিসা সুবিধা শুধু সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীদের চার দিনের জন্য দেওয়া হবে।

বুধবার (২৩ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সঙ্গে বৈঠক শেষে সৌদি আরবের হজমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রীর এই সফর ভ্রাতৃপ্রতিম দুটি মুসলিম দেশের মধ্যে পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে।’

সৌদি আরবের হজমন্ত্রীসহ এই প্রতিনিধি দলের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে ফরিদুল হক খান বলেন, ‘হজের খরচ কমানোর ব্যাপারেও দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে সৌদি আরব সরকার বিষয়গুলো বিবেচনা করবে বলে জানিয়েছেন।’

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ বলেন, ‘সৌদিতে প্রায় ২৮ লাখ বাংলাদেশি কর্মী পরিশ্রম করে দেশটির অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন। মক্কা-মদিনায় সেবার মান বৃদ্ধিতে সৌদি আরব সরকার অনেক কর্মসূচি নিয়েছে। নুসুক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে হজসেবা আরও সহজে পাওয়া যাবে। হজ করতে এখন আর মাহরাম লাগবে না। এখন থেকে ওমরাহযাত্রীরা ৩০ দিনের পরিবর্তে ৯০ দিনের ওমরাহ ভিসা পাবেন। পবিত্র মক্কা-মদিনাসহ সৌদির যেকোনো শহরে বেড়াতে পারবেন।’

প্রেস ব্রিফিংয়ে সৌদি সফররত প্রতিনিধিদলের সদস্য তিনজন উপমন্ত্রী, ঢাকায় সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আলদাহাইলান, ধর্ম মন্ত্রণলায়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হাব-সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo