৭আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, জনাব, খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে সহকারী পুলিশ সুপার, জনাব আছাবুর রহমান এর নেতৃত্বে অদ্য ২৫/০৮/২০২৩ খ্রিঃ তারিখ রাত ০৮.১৫ ঘটিকার সময় এসএমপি সিলেটের কোতোয়ালী থানাধীন খেয়াঘাট ফাতেমা স্টোরের সামনে অভিযান পরিচালনা করে মোঃ জসীম মোড়ল(৪২), পিতাঃ- মৃত তৈয়ব আলী মোড়ল, সাং- চামারজানি, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ বর্তমান নবাবরোড দুধু মিয়ার কলোনি, কোতোয়ালী, এসএমপি সিলেট কে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এস আই মোঃ আবু তাহের ঘটনার বিষয়ে বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন।
উল্লেখ্য যে, আসামী জসীম মোড়ল গত প্রায় ৫ মাস পূর্বে ইয়াবাসহ লামাবাজ ফাঁড়ি কর্তৃক আটক হয়ে দেড় মাস জেল কেটে বর্তমানে জামিনে ছিল।