২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১২:২৭

কী থাকছে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে?

খেলাধূলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩,
আগামীকাল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হবে এশিয়া কাপের। ছবি : সংগৃহীত

আর মাত্র একদিন পরেই পাকিস্তানে শুরু হবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজিত এই মহাদেশীয় আসরের শুধু প্রথম ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

৩০ আগস্ট বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচের আগেই উদ্বোধন হবে টুর্নামেন্টের। বাংলাদেশ সময় বিকেল ২টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও অস্কারজয়ী সুরকার এ আর রহমান। পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন। এ ছাড়া ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির প্রদর্শনী ও ড্রোন শো।

ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং নেপাল। পরদিন ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক শ্রীলঙ্কা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo