তোমার ছবি দেখে দেখে বড় হয়েছি জেনারেল,
বাবার মুখে শুনেছি কত অমর গল্প গাঁথা রাতবিরাতে
কত বিপ্লব কত ইতিহাসের জন্ম তোমার বজ্রমুষ্ঠিতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ,পাক -ভারত যুদ্ধ থেকে
বাঙালির মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
বিস্ময় জাগানিয়া বঙ্গবীর
জেনারেল আতাউল গনি ওসমানী।
প্রতি বাঙালীর নিঃশ্বাসে বিশ্বাসে যখন
স্বাধীনতার অঙ্কুরদগম, ঠিক তখনই
রক্তের নাব্যতায় ভেসে যায় শহর
ধানী জমি,ফসলের মাঠ, গ্রামীন মেঠোপথ,
তোমার দুচোখে সেদিন ফোঁটা ফোঁটা রক্ত
আগুন হয়ে ঝরে।
হে মহানায়ক,
তোমার দূরদর্শী চিন্তা, দুরন্ত সমরকৌশল
সঞ্জিবনী কলরবে বিজয় কেতন ওড়ে
বাংলার মুক্ত ভূগোল।
তোমার মসনদে আজিবন সম্রাট
তুমি বাংলার বাহাদুর
স্মৃতি আছে যত হবে না যে লীন
যতদিন সুরমা বহে চলে সমুদ্দুর।
কবরের পাশ দিয়ে ধীরপায়ে যখন হেঁটে যাই
তোমার অভিমান আমায় ক্ষতবিক্ষত করে।।
নিথর দেহ আজ নিঝুম নিরালায়
শান্তির বাগানে অমোঘ নিদ্রায়
ভুবনজয়ী কীর্তি লয়ে, কস্তুরি সুগন্ধ বিলায়।
দূর্বার, অদম্য, দুঃসাহসী মহাবীর
আপামর বাঙালির হৃদয় তন্ত্রীতে
বেঁচে আছো বঙ্গবীর।