৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০:১২

৭ এপিবিএন এর অভিযানে ২ জন ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩,

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, জনাব খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় এবং সহ-অধিনায়ক পুলিশ সুপার, জনাব কাজী মোঃ আব্দুর রহীম এর সার্ভিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার আবুল হাসান মোঃ যায়ীদ এর নেতৃত্বে ৭ এপিবিএন সিলেটের অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ির ইন্টেলিজেন্স টিম সিএমপি, চট্টগ্রাম এর খুলশী থানা ও ডবলমুরিং থানা এলাকায় গতকাল ০২/০৯/২০২৩খ্রিঃ সকাল ০৭:১৫ হতে ০৩/০৯/২০২৩ খ্রিঃ ভোর ০৫.০০ পর্যন্ত অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি, চন্দ্রঘোনা থানার মামলা নং – ০২/১৮ তারিখঃ১৬/০৮/২০১৮খ্রিঃ , জি আর নং- ২৪৪/১৮, প্রসেস নং- ২০৭/২৩, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধীত/২০০৪) এর ২২(গ) এর সাজাপ্রাপ্ত আসামী সুকৃতি চাকমা (৩০), পিতা- মৃতঃ মায়ারাম চাকমা, সাং- পাকুজ্যাছড়ি, পোষ্ট- ভাইবোনছড়া, থানা-খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি এবং তার সাবেক স্ত্রী কনিকা চাকমা প্রকাশ,  স্বপ্না চাকমা, সাং মুহুড়ীপাড়া, থানা-ডবলমুরিং, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।

তারা ২ বছরের সাজা এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাস জেল এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।

গ্রেফতার কৃত সাজাপ্রাপ্ত আসামীদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।

সফলভাবে অভিযান সম্পন্ন করে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করায় অভিযানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান ৭এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম। সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের তথ্যসহ যে কোন অপরাধের তথ্য দিয়ে ৭ এপিবিএন সিলেটকে সহযোগিতা করার অনুরোধ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo