১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৩:২২

বৈরিতা ভুলে মানবিক সহায়তায় আকাশপথ খুলে দিলো আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩,

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য আকাশপথ খুলে দিয়েছে পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া। দুই দেশের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও স্বাস্থ্য ও মানবিক ফ্লাইট খুলে দেয়া হচ্ছে। খবর এপিএস’র।

আলজেরিয়ার প্রেসিডেন্ট দফতর শনিবার (৯ সেপ্টেম্বর) বিবৃতিতে জানিয়েছে, মরক্কোয় আঘাত হানা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তা করা হবে।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় মরক্কো। এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার। ভূমিকম্পটি আল হাউজ, ওয়ারজাজেট, মারাকেচ, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে আঘাত হানে। এরপর থেকেই চলছে উদ্ধার তৎপরতা। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে বের করে আনছে একের পর এক লাশ।

এর আগে, ২০২১ সালে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এমন সিদ্ধান্ত নেয় দেশটি। পশ্চিম সাহারা নিয়ে দুই দেশের সম্পর্কে তিক্ততা কয়েক দশক ধরে বিরাজমান। সামরিক ও বেসামরিক মানুষের চলাচলে আকাশপথও একই বছর বন্ধ করে দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo