কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এখন আর এই প্রবাদে মানুষ বিশ্বাস করে না। সংসার সুখের হয় স্বামী-স্ত্রীর দুজনের গুণে। আজকের দিনটি বিশেষভাবে স্ত্রীর প্রশংসা করার দিন। ইংরেজিতে এই দিনটিকে ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে।
সাধারণত এই দিনটি প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববারে পালন করা হয়ে থাকে। ২০০৬ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে। দিনটি সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও, মূলত স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রতি সম্মান জানানোর জন্য দিনটি পালিত হয়ে থাকে।
অনেকে মনে করে থাকেন, নব দম্পতিরাই কেবল একে অপরের প্রশংসা করে থাকেন। কিন্তু তা প্রকৃতপক্ষে ঠিক নয়। আপনার বিয়ের বয়স ৫,১০,২০ বছর যাই হোক না কেন, একে অন্যের প্রশংসা করা থেকে পিছপা হওয়া উচিত নয়।