২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৬

র‍্যানকন দেশে মার্সিডিজ বেঞ্জের চেসিস নিয়ে এলো

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩,

বাংলাদেশের বাজারে র‍্যানকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেড নিয়ে এলো জার্মান প্রযুক্তিতে নির্মিত মার্সিডিজ বেঞ্জের ওএফ ১৬২৩ বাস চেসিস।

শনিবার (১৬ সেপ্টেম্বর)রাজধানী তেজগাঁওয়ে র‍্যানকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেড এ ঘোষণা দেন। দুইটি প্রকারভেদে এই চেসিস পাওয়া যাবে। এই বাস চ্যাসিসটি মার্সিডিজ বেঞ্জের সবচেয়ে নির্ভরযোগ্য ইঞ্জিন ওএম৯০৬ দ্বারা নির্মিত, যা ছয় সিলিন্ডার ৬৩৯৩ সি.সি. এবং ৮১০ এন.এম. এড১৬০০ আর.পি.এম. টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও চ্যাসিসটি ২৩০ হর্স পাওয়ার সম্বলিত। থাকছে প্যারাবোলিক ও এয়ার সাসপেনশনের সুবিধাও।

চেসিস উন্মোচনের সময় র‌্যানকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী জানান, ‘উন্নয়ন ও প্রগতিশীল দেশের জন্য এই চ্যাসিসটি হবে সেরা। ভোক্তাদের আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে আজ আমরা দুই প্রকারের বাস নিয়ে এসেছি। শুধু আরাম এবং নিরাপত্তাই নয়, এই চেসিস মিলবে অধিক জ্বালানি সাশ্রয়। আমরা আশাবাদী বাংলাদেশে এই চেসিসটি নতুন এক অধ্যায় সূচনা করতে যাচ্ছে।’

র‌্যানকন ট্রাক্টস এন্ড বাসেসের নির্বাহী পরিচালক সুলতানুজ্জামান স্বজন বলেন, ‘মারসেডিজ-বেন্জ বাস সমগ্র পৃথিবীতে ১২৮ বছর ধরে বিশ্ব সেরা বাস চ্যাসিস্ প্রস্তুত করে আসছে এবং বাংলাদেশে এর মান কোনো অংশে কম নয়।

আমাদের চ্যাসিসটিতে প্রপেলার শেফতারের সাথে রিটার্ডর সংযুক্ত থাকার কারনে এটি অধিক নিরাপদ ও ব্রেক দীর্ঘায়ু করে এবং ই.সি.উ নিয়ন্ত্রিত, উচ্চ চাপ (১৮০০ বার) ইউনিটাইস্ড পাম্প ইনজেকশন জ্বালানি অটোমাইজেশন বৃদ্ধি করে জ্বালানি সাশ্রয় করে। ইঞ্জিন মাউন্টেড কম্প্রেসারের শব্দ এবং কম্পন হ্রাস করে। এছাড়াও চ্যাসিসটিতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি যেমন ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড যা ই.সি.উ দ্বারা নিরীক্ষণ করা সংকেতগুলি প্রদর্শন করে, যা যেকোনো পরিস্থিতিতে গাড়িটিকে নিরাপদ রাখে। তাছাড়া এই বাহনে থাকবে স্পীড লক যা গতিসীমা বজায় রাখতে সক্ষম।’

‘জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে আমাদের চ্যাসিসগুলো হবে অতুলনীয় কারণ প্রতিটি সিলিন্ডারের আলাদা আলাদা ফুয়েল পাম্প থাকায় বাতাস ও জ্বালানি মিশ্রণ সঠিক হয় যা অধিক জ্বালানি সাশ্রয় করতে সহায়তা করে। শুধু তাই নয় যাত্রী নিরাপত্তা এবং অমসৃণ রাস্তায় ঝাঁকিবিহীন যাত্রা নিশ্চিত করবে এয়ার সাসপেনশন।’ চেসিসের আয়ুকালের বিষয়ে তিনি বলেন, ‘নিঃসন্দেহে  এই চ্যাসিস চলবে দীর্ঘ সময়। এটির আছে ১ লাখ কিলোমিটার ওয়ারেন্টি এবং উচ্চ মানের চ্যাসিস ফ্রেম, সাসপেনশন এবং স্পেশাল ব্রেক সিস্টেম। তাছাড়া পাউডার প্রলিপ্ত চ্যাসিস ফ্রেম কঠোর পরিবেশে সহনশীল এবং দীর্ঘ সময় মরিচা মুক্ত থাকে।’

বর্তমানে র‌্যানকন ট্রাক্টস এন্ড বাসেসের সব শোরুমে এই চ্যাসিসগুলো পাওয়া যাবে এবং সারা দেশব্যাপী মিলবে আফটার সেলস সার্ভিস ও পার্টস। সকল প্রতিকূল পরিবেশে থাকছে মোবাইল সার্ভিস টিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেডের বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ, নির্বাহী পরিচালক সুলতানুজ্জামান স্বজন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুল মোস্তাক, ভাইস প্রেসিডেন্ট ডাইমলার ট্রাক (সাউথ ইস্ট এশিয়া) ক্রিস্টোফ স্টেম্মার এবং জেনারেল ম্যানেজার ডাইমলার ট্রাক (সাউথ ইস্ট এশিয়া) সাতটিয়াম প্রকাশসহ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo