২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪২

বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির

খেলাধুলা ডেস্ক
  • আপডেট শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩,

বিপিএল ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধি করা হয়েছে নাসির হোসেনকে। ২০২১ সালে আবুধাবির টি-টেন লিগে অংশ নিয়ে দুর্নীতির অভিযোগে এমন শাস্তি নেমে আসে এই অলরাউন্ডারের ওপর।

নাসির হোসেনের বিপক্ষে অভিযোগ টুর্নামেন্ট চলাকালে ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের উপহার নিয়েছেন। পরবর্তীতে যা আমিরাত বোর্ডের দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হন তিনি। তদন্তে সহযোগিতা না করার জন্য শেষ পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি।

এই অভিযোগের কারণে বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের কোথাও দেখা যাবেনা নাসিরকে। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গণমাধ্যমকে তিনি বলেন, আমরা তাকে (নাসির) বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে নাসির হোসেন ছিলেন টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার। ঢাকা ডমিনেটর্সের হয়ে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেন তিনি। ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করেছেন নাসির। বল হাতে ১৪.৬ গড়ে শিকার করেছেন ১৬ উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo