১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৪:৪২

বিশ্বকাপ ২০২৩: বিশ্বকাপের রঙ হলুদ, এবারও কি রাঙাবে ক্যাঙ্গারুরা?

খেলাধুলা ডেস্ক
  • আপডেট বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩,

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ১২ আসরে এখন পর্যন্ত মোট পাঁচবার শিরোপা নিজেদের করেছে অজিরা। আসন্ন বিশ্বকাপেও শক্তিশালি দল নিয়ে ট্রফি জয়ের লক্ষ্যে ভারত যাত্রা করবে ক্রিকেটের অন্যতম এই পরাশক্তিরা।

বাইশ গজে লম্বা সময় রীতিমতো শাসন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বলা হয় বিশ্বকাপের রঙ হলুদ। ফুটবলে ব্রাজিল কিংবা ক্রিকেটে অস্ট্রেলিয়া, শিরোপার কেবিনেটটা সবচেয়ে সমৃদ্ধ এই দুই দলের।

ক্রিকেটের বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার দাপটটা ১৯৮৭ থেকে। আন্ডারডগ হিসেবে খেলতে যাওয়া দলটা সবাইকে চমকে দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে মেতেছিল প্রথমবার শিরোপা জয়ের উৎসবে। মাঝে কেটেছে দুই বিশ্বকাপ। ১৯৯৯ আসরে আবারও শিরোপায় নাম লেখায় অজিরা। সেই দাপট অব্যহত থাকে ২০০৭ পর্যন্ত। টানা তিন আসরে বিশ্বমঞ্চে অজিদের সামনে পাত্তাই পায়নি কোনো দল। এরপর ২০১১’তে কোয়ার্টার ফাইনালে বাদ পড়লেও ২০১৫’তে ঘরের মাঠে ঠিকই চ্যাম্পিয়ন হয় হলুদ জার্সিধারীরা।

এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ১২ আসরের মাঝে ৫টিতেই শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। কোনো সংশয় ছাড়াই বলা যায় বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল অজিরা। আসন্ন ভারত বিশ্বকাপেও ফেবারিট হিসেবেই খেলবে ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা।

ইতোমধ্যেই প্যাট কামিন্সের নেতৃত্বে ১৫ সদস্যের শক্তিশালি স্কোয়াডই ঘোষণা করেছে অজিরা। ব্যাটিং বিভাগে আছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ট্রাভিস হেডের মত তারকারা। আর অলরাউন্ডার হিসেবে ভারতে যাচ্ছেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়েনিস এবং ক্যামেরন গ্রিন। পেস বিভাগের দায়িত্বে থাকবেন তিন অভিজ্ঞ সেনানী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড।

এর আগে, ২০১১ আসরে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আয়োজক দলের বিপক্ষে আটকে যেতে হয়েছিল অজিদের। সেই বাধা টপকে এবার ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য বাইশ গজের সবচেয়ে সফল এই দলের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo