বের হয়েছে শিশুদের প্রিয় ম্যাগাজিন ‘শিশুটামি’ অক্টোবর-ডিসেম্বর ২০২৩।
এ সংখ্যায় ছড়া লিখেছেন জনপ্রিয় ছড়াকার রোমেন রায়হান। ফিচার লিখেছেন শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন।
ওপার বাংলা থেকে লিখেছেন স্বপনকুমার রায়, শঙ্খশুভ্র পাত্র-সহ অনেকে।
বড়দের পাশাপাশি ম্যাগাজিনটিতে লিখেছে ছোটরাও। গল্প লিখেছে ছোট্ট বন্ধু জাফরিন নাবা ও সমর্পণ শীর্ষক রায়। ছড়া লিখেছে রিফাত তাহসিন আবেদীন। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ৫ম শ্রেণির শিক্ষার্থী মাসরুরাহ তাবাসসুম মুমুর। এছাড়াও ছোটদের রঙিন আঁকা তো আছেই।
‘আমাদের পাঠশালা’ বিভাগে কথা হয়েছে আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’ এর পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর এবং শিক্ষার্থীদের সাথে।
ছোটদের মেধা চর্চার জন্য রাখা হয়েছে ‘ছড়া প্রতিযোগিতা’। থাকবে আকর্ষণীয় পুরস্কারও।
ওয়াহিদ ওয়াসেক-এর সম্পাদনায় এবং আর.করিম-এর প্রচ্ছদে প্রকাশিত ম্যাগাজিনটির পাঠ উন্মোচন ২০ অক্টোবর, ২০২৩ এ রাত আটটায় ফেসবুক পেইজ ‘শিশুটামি – Shishutami’ থেকে দেখা যাবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবিখ্যাত শিশুসাহিত্যিক ফারুক হোসেন, স্বপন কুমার রায়, অজিত রায় ভজন ও আসাদ জোবায়ের।
শিশুটামিতে লেখা পাঠাতে কিংবা যে কোনো প্রয়োজনে মেইল করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ইমেইল : shishutami@gmail.com