বাংলাদেশের ব্যবসায়ীবৃন্দের বৃহৎ সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল এ অভিষেক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমপি,সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি,সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি শেখ মো. হেলাল উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আফজাল রশিদ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।
উক্ত অনুষ্ঠানে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সকল সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম সিআইপি ও মহাসচিব আব্দুর রহমান রিপন।