সিলেটের বটেশ্বর এলাকা থেকে বিদেশী মদ সহ মো. আসাদুজ্জামান তামিম (২৬) নামে এক যুবককে আটক করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ (রহঃ) থানার বটেশ্বর বাজার এলাকায় একটি লেগুনা থেকে এসব মাদক জব্দ করা হয়।
আটক তামিম সুনামগঞ্জের বণানী পাড়া এলাকার শামীমুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ (রহঃ) থানার বটেশ্বর বাজার এলাকায় একটি লেগুনায় তল্লাশী করে ১০ বোতল বিদেশী মদ সহ ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।