১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:১৯

শেখ হাসিনার বিচারের দাবিতে সিলেট বিএনপির অবস্থান কর্মসূচি

মিজানুর রহমান তাহসান
  • আপডেট বুধবার, আগস্ট ১৪, ২০২৪,

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে এক সংক্ষিপ্ত মিছিল করে দলটি। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দীকি, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরআগে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এতে বলা হয়, আগামী ১৪ ও ১৫ আগষ্ট সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo