২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১২:২৯

মাংকিপক্স: সিলেটে প্রস্তুত করা হলো হাসপাতাল

মিজানুর রহমান তাহসান
  • আপডেট রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪,

ভয়ঙ্কর এমপক্স (মাংকিপক্স) ছড়িয়ে পড়ছে বিশ্বে। শুরুটা আফ্রিকার দেশগুলোয় হলেও বর্তমানে এই অতিসংক্রামক রোগ এশিয়ার বিভিন্ন দেশেও ছড়িয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশও সতর্ক অবস্থান নিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক স্থল ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করা হয়েছে।

এবার প্রস্তুত করা হয়েছে হাসপাতালও। সিলেটে এমপক্সে আক্রান্ত রোগী কিংবা সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে রাখতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘এমপক্সে আক্রান্ত রোগী কিংবা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার্তে এই হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এ ওয়ার্ডে ১০টি শয্যা আছে। এছাড়া দুটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও একটি কেবিন প্রস্তুত করা হয়েছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘এমপক্সের বিষয়ে আমাদের চিকিৎসকদের তথ্যানুসন্ধানসহ প্রয়োজনীয় স্টাডির নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমপক্সের বিষয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এ রোগে ইতোমধ্যে ৫শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পার্শ্বস্থ পাকিস্তানেও এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এমপক্স সম্পর্কে ডব্লিউএইচও জানিয়েছে, মাংকিপক্স বা এমপক্স ভাইরাস হলো অর্থোপক্স ভাইরাস। গুটিবসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সেটির তুলনায় কম ক্ষতিকারক। আগে এমপক্স প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হতো। কিন্তু এখন এক মানুষ থেকে অন্য মানুষে এটি সংক্রমিত হচ্ছে। এই রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর, মাথাব্যথা, শরীরে ফুসকুড়ি, ব্যথা প্রভৃতি। আক্রান্ত হলে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে সুস্থ হয়ে ওঠতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo