সিলেট অনলাইন প্রেসক্লাবে ৭ জন সাংবাদিককে সদস্য পদ প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৪ জন সাধারণ সদস্য এবং ৩ জন সহযোগী সদস্য রয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সদস্য বাছাই কমিটির এক সভায় এই সদস্য পদ প্রদান করার সিদ্ধান্ত হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী। উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দিদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু।
যারা ক্লাবের সদস্য পদ পেলেন>> সাধারণ সদস্য: ইফতেখার শামীম-সিলেট্এক্সপ্রেস ডটকম, শাহিন আহমদ-দৈনিকসিলেটডটকম, ফাইজা রাফা -সিলটিভি.কম, দেলওয়ার হোসেন মান্না-ডেইলিক্যাম্পাসডটকম।
সহযোগী সদস্য: এন্ড্র আশিষ সিং-খবরসবরডটকম,জুমান আহমদ-নিউসিলেটডটকম, জয়ন্ত কুমার দাস-সিলটিভিডটকম।