৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:২৬

সিলেটে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
  • আপডেট মঙ্গলবার, এপ্রিল ১৯, ২০২২,

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ বোনাসের দাবিতে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১০টায় ক্বিন ব্রিজের মুখ (উত্তর পার) থেকে বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট হয়ে জিন্দাবাজার হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা হোটেল যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, স’মিল শ্রমিক সংঘ ফেডারেশন সহ সম্পাদক মো. রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী, দপ্তর সম্পাদক বদরুল আজাদ, স’মিল শ্রমিক সংঘ সিলেট সদর উপজেলা (চট্ট-২৮৭৪) কমিটির সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া সহ প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের মালিক তোষননীতির কারণে শ্রমিকদেরকে রমজান মাসেও বেতন বোনাসের দাবিতে রাস্তায় নামতে হয়। উৎসব বোনাস শ্রমিকদের অধিকার। প্রতি বছর ঈদের আগে শ্রমিকদের ন্যায্য বোনাস থেকে বঞ্চিত করতে বিভিন্ন টালবাহানা করা হয়। বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির বাজারে দেশের বেসরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাক্তিমালিকানাধিন খাতের শ্রমিক কর্মচারীরা যে মজুরি পায় তা দিয়ে মাসের ১০দিনও চলা কষ্টসাধ্য।

পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্যের বৃদ্ধি অব্যাহত রয়েছে। চাল, ডাল, তেল, চিনি, শাক সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জণগনের উপর সিলিন্ডার গ্যাস, ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া, গাড়িভাড়া, বৃদ্ধির কারণে জনজীবন দিশেহারা। এরকম পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর সমাগত। পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের শ্রম আইন এর ধারা ২ (২ ক) অনুযায়ী উৎসব বোনাস শ্রমিকদের আইনত ন্যায্য অধিকার।

দেশের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধির চিত্রের সঙ্গে শ্রমিকদের দৈনন্দিন জীবনমানের চিত্র সঙ্গতিপূর্ণ নয়। তাই শ্রমিকদের দৈনন্দিন জীবন মানের মান ধরে রাখতে জাতীয় নিম্নতম মজুরী ২০ হাজার টাকা ঘোষণাসহ সকল শ্রমজীবী মানুষদের জন্য রেশনিং ব্যাবস্থা চালু করতে হবে।

বক্তারা আরোও বলেন, ২৫ রমজানের ভিতরে সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo